Radio Quarantine Kolkata
287
Listen to Radio Quarantine Kolkata live broadcast from Bengali (Bangla), English (UK) online via Radio India Live | www.radioindialive.com.
Listen to music, talks in Bengali (Bangla), English (UK).
Bringing solidarity to isolation, and love in the times of corona. A web-based community radio station based out of Kolkata.রেডিও কোয়ারেন্টাইন, কলকাতা। একাকী থেকো না, অসময়ে...।২৩শে মার্চ থেকে আমাদের শহরে আংশিক লকডাউন শুরু হয়েছে। কোভিড-১৯, করোনা ভাইরাস জনিত দুনিয়া জোড়া মহামারীর ছড়িয়ে পড়া আটকাতে এই লকডাউন। আমরা শারীরিক দূরত্বে বন্ধুদের থেকে বিচ্ছিন্ন। বন্ধুকে, পড়শিকে ছুঁতে পারছি না। বড়দের মেলামেশা বন্ধ। ছোটদের স্কুল, খেলাধুলো বন্ধ। মন খারাপ। বিষণ্ণতা। আবার, আরেক দিকে, এই বিচ্ছিন্নতার অবসর আমাদের অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। আমরা চিনছি কী বেশি জরুরি, কী কম জরুরি। আমরা ভাবছি জীবন নিয়ে, সমাজ নিয়ে, বন্ধুতা নিয়ে, বিচ্ছিন্নতা নিয়ে। আমরা প্রশ্ন তুলছি জনস্বাস্থ্য নিয়েছি, এই ব্যবস্থা নিয়ে। আমরা ভয় পাচ্ছি। আমরা স্বপ্ন দেখছি। আমরা আবার একসাথে হতে চাই, তাই আজ আলাদা হয়েছি।রেডিও কোয়ারেন্টাইন, কলকাতা। একাকী থেকো না, অসময়ে...।এই অসময়ে, আপনার পড়শিকে কি আপনি কিছু বলতে চান? বলতে চান আপনার প্রেমিককে? আপনার বন্ধুকে? আপনার সহ-নাগরিককে? গান শোনাতে চান? গল্প পড়তে চান? বলতে চান আপনার ভাবনা? এই সময়ের কথা তুলতে চান? যে খবর খবরের কাগজে আসে না, তা জানাতে চান? বলতে চান মনখারাপের কথা? বিচ্ছিন্নতার কথা? লড়াই-এর কথা? অভিজ্ঞতার কথা? ১৫ মিনিট বা ৩০ মিনিটের পডকাস্ট রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের রেডিও স্টেশনে। radioquarantinekolkata@gmail.com
http://fb.me/RadioQuarantineKolkata